জমে উঠেছে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে টেস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৭ জুলাই ২০১৭ , ০৮:১৬ পিএম


জমে উঠেছে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে টেস্ট

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট জমে উঠেছে। সফরকারীদের বিপক্ষে এ টেস্ট জিততে পঞ্চম দিনে লঙ্কানদের দরকার ২১৮ রান। আর জিম্বাবুয়ের দরকার ৭ উইকেট।

বিজ্ঞাপন

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্রেমার বাহিনীর দেয়া ৩৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান তোলেন দিমুথ করুনারত্নে ও উপুল থারাঙ্গা। ২৭ রান করে ফিরে যান থারাঙ্গা। দলীয় ১০৮ রানে হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে ফেরেন করুনারত্নে। আর দলীয় ১৩৩ রানে ১৫ রান করে ফিরে যান দিনেশ চান্দিমাল। এক পর্যায়ে ৩ উইকেটে ১৭০ রান তুললে শেষ হয় চতুর্থ দিনের খেলা। কুশল মেন্ডিস ৬০ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৭ রানে অপরাজিত আছেন। তারা পঞ্চম দিনের খেলা শুরু করবেন। জয়ের জন্য ওই দিনে স্বাগতিকদের দরকার আরো ২১৮ রান।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৩ উইকেটের ২টিই নিয়েছেন গ্রায়েম ক্রেমার। ১ উইকেট নিয়েছেন শেন উইলিয়ামস।

বিজ্ঞাপন

এর আগে সিকান্দার রাজার ১২৭, ম্যালকম ওয়ালারের ৬৮, গ্রায়েম ক্রেমারের ৪৮ ও পিটার মুরের ৪০ রানের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৩৭৭ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

স্বাগতিকদের হয়ে রঙ্গনা হেরাথ একাই নেন ৬ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন দিলরুয়ান পেরেরা।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission